বিবেকহীন হাসিনা!

বিবেকহীন হাসিনা!

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে থাকা একজন মানুষের
ব্যাপারে এরকম আক্রমনাত্মক ও তাচ্ছিল্যপূর্ণ কথা… বিকৃত মস্তিষ্কের অধিকারী ছাড়া বলা সম্ভব নাহ!
হাইকোর্ট এমনিতেই তিনাকে রং হেডেট উপাধি দেয় নাই…

বাংলাদেশের সংবিধানে ১৮ নং অনুচ্ছেদে প্রতিটা নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকারের কথা বলা আছে।যদিও দেশের প্রায় ৮৬ হাজার কারাবন্দী র জন্য
১৪১ জন চিকিৎসকের পদ থাকলেও বাস্তবে মাত্র ১০ জন চিকিৎসক নিয়োজিত আছে বর্তমান কারাগারে। আইন ও শালিস কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত পাচ বছরে ৩৩৮ জন মৃত্যু হয়েছে কারাগারে,যার অধিকাংশ ই অস্বাভাবিক মৃত্যু, কিন্তু দেখার বা এগুলার তদন্ত করার কেউ নেই।
১৯৪৯ সালের আন্তর্জাতিক জেনেভা কনভেনশন এ প্রতিটা কারাবন্দী র চিকিৎসার কথা সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে।বাংলাদেশও সেখানে সাক্ষর করে ১৯৮৮ সালে।যেখানে যুদ্ধের মাঠে শত্রু পক্ষের কেউ বন্দি হলে,তারও চিকিৎসা পাওয়ার অধিকার আছে, অথচ……!

আর কারাবন্দী অবস্থায় গুরুতর অসুখের কারণে পৃথিবীর বহু রাজবন্দী বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার অসংখ্য নজীর আছে…
গত কয়েক মাস আগে রাশিয়ার বিরোধী দলের নেতা আলেক্সেই কারাগারে ভিষণ অসুস্থ হয়ে পড়ায় তাকে জার্মানে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তাছাড়া হাসিনা নিজেই তো এক এগারোর সময়ে কারাগার থেকে প্যারোলে মুক্ত হয়ে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন।এখন তিনি আইনের দোহাই দিচ্ছে!

ক্ষমতার অন্ধ মোহে তিনি এখন পাগল। ক্ষমতাএকদিন শেষ হবেই,,,,

About the Author

Leave a Reply