উদ্ভট উটের পেছনে চলছে স্বদেশ !!!
ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বেড়েছে।
জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাল শুক্রবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিকরা। একদিকে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য ধর্মঘট অন্যদিকে কয়েক লাখ তরুণের পরীক্ষা। এ যেন উদ্ভট উটের পেছনে চলছে স্বদেশ।
কাল শুক্রবার ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে রাষ্ট্রায়াত্ত্ব সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা। আগামী দুদিনে আরও অন্তত ৩০ টি নিয়োগ পরীক্ষা আছে। শনিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও ভর্তি পরীক্ষা। লাখ লাখ ছেলেমেয়ে পরীক্ষার্থি। পরিবহন ধর্মঘট হলে তারা ঢাকায় আসা যাওয়া করবেন কী করে আর কী করে তাঁরা এসব পরীক্ষা দেবে?
কেরোসিন, ডিজেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি মানে গরীবের পেটে লাথি। আলোচনা ছাড়া এভাবে হুট করে দাম কেন বাড়াতে হবে।! এভাবে যখন তখন দাম বাড়ানো, ধর্মঘট, ভাড়া বাড়ানোর নামে সাধারণ মানুষকে জিম্মি অরাজকতার নামান্তর। সরকার, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং ব্যাংকার্স সিলেকশন কমিটিসহ সব নিয়োগ কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উচিৎ দ্রুত সিদ্ধান্ত দেয়া। কয়েক লাখ ছেলেমেয়ে দুশ্চিন্তায় আছে। তারা কী করবে?! মোট ৩০ টি নিয়োগ পরীক্ষা, হয় ধর্মঘট প্রত্যাহার করান নয়তো বিকল্প কিছু ভাবুন। দেশ কারো একার নয়, সাধারনের কথা ভাবতে হবে।